সর্বশেষ আপডেট অক্টোবর ২৬, ২০২১ | ইমরান
কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জ জেলা পুলিশ হত্যা ডাকাতি মামলার আসামী গ্রেফতার ও মালামাল উদ্ধার করায় সদর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ সফর আলীকে পুরস্কার প্রদান করেছেন। সম্প্রতি কিশোরগঞ্জ সদরে গরু চুরি, ডিবি পরিচয়ে অভিনব কায়দায় ডাকাতিসহ বেশ কটি চাঞ্চল্যকর মামলার তথ্য রহস্য উদঘাটন করে আসামী সনাক্ত করন ও চুরি হওয়া মালামাল উদ্ধার করে অর্পিত দায়িত্ব পালনসহ জেলা পুলিশের সুনাম অর্জন করায় জেলা পুলিশের এক মাসিক সমন্বয় সভায় পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ কিশোরগঞ্জ মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ সফর আলীকে এ সম্মাননা পুরস্কার প্রদান করেন।