সর্বশেষ আপডেট সেপ্টেম্বর ৭, ২০২১ | ইমরান
কাঠালিয়া(ঝালকাঠি)প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় “কাঠালিয়া ফুটবল টুর্নামেন্ট-২০২১” এর উদ্বোধন হয়েছে। আজ ৭ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলা পরিষদ মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন সামাজিক আন্দোলন কাঠালিয়া’র আয়োজিত ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জমান বদু সিকদার, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, বিআরডিবি চেয়ারম্যান মোঃ কাওছার আহমেদ জেনিভ সিকদার, জেলা পরিষদ সদস্য মোঃ শাখাওয়াত হোসেন অপু, কাঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান আকন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সামাজিক আন্দোলন কাঠালিয়া’র সভাপতি মোঃ তুহিন সিকদার।
টুনামেন্টে বিভিন্ন উপজেলার ২৪টি দল অংশ গ্রহন করবে। উদ্ভোধনী খেলায় ট্রাইবেকারে এম.কে.এস. মোকামিয়া একাদশ নটআউট ক্লাব মঠবাড়িয়া একাদশকে ৪-৩ গোলে পরাজিত করে। মাঠ পরিচালনা করে আফসার হোসেন পলাশ সিকদার।